আগামী ৩-৪ মে চট্টগ্রানের এন মোহাম্মদ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে “চট্টগ্রাম উদ্যোক্তা উৎসব”!
.
দুইদিন ব্যাপী চলবে নানান সেমিনার-কর্মশালা।
থাকবে উদ্যোক্তাদের পন্য ও সেবা প্রদর্শনী। মোট ৪০টি স্টল থাকবে।
প্রতি স্টলে থাকবে ফেব্রিকেটেড স্টল যেখানে ১টি টেবিল এবং ২ টি চেয়ার থাকবে।
স্টল ফী ৫০০০ টাকা।
.
চট্টগ্রাম উদ্যোক্তা উৎসবে স্টল নিতে নিচের এই গুগল ফর্মটি ফিলআপ করে রাখেন। স্টলসংখ্যা সীমিত সুতরাং নিজের স্টল কনফার্ম করতে দ্রুত ফর্মটি ফিলআপ করে ফেলেন।
(যারা ইতিমধ্যেই এই ফর্ম ফিলআপ করেছেন তাদেরকে আমাদের সেক্রেটারিয়েট থেকে ফোন দেওয়া হবে)